ইরাকে চার শিশুর শিরশ্ছেদ করেছে আইএস

 

মাথাভাঙ্গা মনিটর: ইরাকে খ্রিস্টান ধর্মাবলম্বী চার শিশুর শিরশ্চেদ করেছে মধ্যপ্রাচ্যে সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এসব শিশু ইসলাম ধর্মগ্রহণ না করায় তাদের শিরশ্ছেদ করে আইএস। ইরাকের ব্রিটিশ এক যাজক এ তথ্য জানিয়েছেন। বাগদাদের যাজক হিসেবে পরিচিত ক্যানোন অ্যান্ড্রিউ হোয়াইট একটি অর্থোডক্স খ্রিস্টান নেটওয়ার্ককে জানিয়েছেন, বাগদাদের কাছের একটি খ্রিস্টান অধ্যুষিত এলাকায় এই ঘটনা ঘটেছে। বর্তমানে এই এলাকাটি আইএস’র নিয়ন্ত্রণে। তিনি ইরাকের বাইরে আইএস কীভাবে তাদের হেনস্থা করছে তার বর্ণনা দেন। তিনি বলেন, একজন জঙ্গি আমাদের সমপ্রদায়ের এক ব্যক্তির কাছেও এসেছিলো। জঙ্গি ওই ব্যক্তিকে বলে, আপনি ইসলাম ধর্ম গ্রহণ না করলে আপনার শিশুদের হত্যা করা হবে। তবে এই ব্যক্তির অবস্থা সম্পর্কে কিছু জানাননি যাজক। তিনি জানান, ওই চার শিশু ইসলাম ধর্ম গ্রহণ করতে অস্বীকৃতি জানানোর পরই তদের হত্যা করা হয়। অথচ এখানকার বেশির ভাগ মুসলমান আমাদের বন্ধু। শিরশ্ছেদ হওয়া প্রত্যেকের বয়স ১৫ বছরের নিচে।

ক্যানোন আরো জানান, আইএস তাকেও হত্যার হুমকি দিয়েছে। তিনি আর্চবিশপের নির্দেশে এখন ইসরাইলে বাস করছেন। কেবল তিনিই নন, ওই এলাকার খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যত্র সরিয়ে নেয়ার চেষ্টা চলছে. উল্লেখ করেন ক্যানোন।