দর্শনা হল্টস্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে বিপত্তি
দর্শনা অফিস: চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে কোটচাঁদপুর বহরমপুরের হাসান নামের এক যুবকের। খালার বাড়িতে বেড়াতে এসে ট্রেনে কেটে মৃত্যু হলো হাসানের।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার কৃষ্ণা ইউনিয়নের বহরমপুর মাঝপাড়ার ফজলুর রহমানের ছেলে হাসান (৪০) ঢাকার একটি ময়না ফ্যাক্টরিতে কাজ করতেন। কয়েক দিন আগে ছুটিতে বাড়ি যান হাসান। ছুটি কাটিয়ে দর্শনায় খালার বাড়িতে বেরিয়ে ঢাকায় যাওয়ার উদ্দেশে গত সোমবার রাতে বাড়ি থেকে বের হন সুন্দরবন এক্সপ্রেসযোগে। দর্শনায় সুন্দরবন এক্সপ্রেসের যাত্রাবিরতি না থাকায় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে দর্শনা হল্টস্টেশনে পৌছুলে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন প্লাটফার্মে। এ সময় হাসান প্লাটফার্মে থেকে ট্রেনের চাকার নিচে পড়ে যান। ট্রেনের চাকায় কেটে ঘটনাস্থলেই মারা যান হাসান। দর্শনা জিআরপি ফাঁড়ি পুলিশ হাসানের লাশ উদ্ধার করে। চুয়াডাঙ্গা জেলা প্রসাশকের অনুমতিক্রমে হাসানের লাশ নেয়া হয় নিজ ঠিকানায়। গতকালই স্থানীয় গোরস্তানে হাসানের লাশ দাফন সম্পন্ন করা হয়েছে বলে পারিবারিকসূত্রে জানিয়েছে।