মধ্যরাতে দৌলাতদিয়াড়ের এক ট্রাক মালিকের তরফে ট্রাক চুরির অভিযোগ
স্টাফ রিপোর্টার: দর্শনা বিজিবি অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা সদরের দোস্ত বাজার বটতলা থেকে ফেনসিডিল ভর্তি ট্রাক উদ্ধার করেছে। বিজিবি এ ঘটনায় কাউকে আটক করেছে কি-না তা যেমন জানা যায়নি, তেমনি জানা যায়নি কি পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে। বিস্তারিত তথ্য আজ রোববার সকালে জানানো হবে বলে জানিয়েছে বিজিবি। এদিকে গতরাতে চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড় বাসস্ট্যান্ড থেকে একটি ট্রাক চুরি হয়েছে বলে দাবি করেছে ট্রাক মালিক সন্টু ড্রাইভারের লোকজন। এ দাবি শুনে পুলিশের তরফে মন্তব্য করতে গিয়ে বলা হয়েছে, ফেনসিডিলসহ ট্রাকটি ধরাপড়ার খবর পেয়েই মালিকপক্ষ রাত দেড়টায় থানায় এসে ট্রাক চুরির তথ্য দিচ্ছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।
জানা গেছে, দর্শনা বিজিবি ক্যাম্প সদস্যরা গতকাল শনিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান চুয়াডাঙ্গা সদরের হিজলগাড়ি-দর্শনা সড়কে। এ সময় বিজিবি সদস্যরা ওই সড়কের দোস্ত বাজারের বটতলা নামক স্থান থেকে ফেনসিডিল ভর্তি একটি ট্রাক জব্দ করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। রাত ১১টার দিকে বিজিবি সদস্যরা আটককৃত ট্রাক ক্যাম্পে নিয়ে যান। এ বিষয়ে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার খোরশেদ আলম খান ট্রাক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ড্রাইভার না থাকার কারণে ট্রাকটি আনতে দেরি হয়েছে। রোববার (আজ) সকালে বিস্তারিত জানানো হবে। এদিকে গতরাত সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড়ের সন্টু ড্রাইভারের বগুড়া ট -১১-০০৩৭ ট্রাকটি চুরি হয়েছে বলে থানায় জানানো হয়। সদর থানা পুলিশ বিষয়টি জানার পর বিভিন্ন থানায় ম্যাসেজ দিলেও যে ট্রাকটি বিজিবির হাতে ধরাপড়েছে সেই ট্রাকটিই এই ট্রাক কিনা তা ক্ষতিয়ে দেখার সিদ্ধান্ত নেয়।