গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী শহরে আবারো বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতরাত দশটার দিকে হাসপাতাল বাজার এলাকায় বিকট শব্দে একটি বিস্ফোরণে কেপে ওঠে গোটা এলাকা। বোমা বিস্ফোরণ আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে।
স্থানীয় লোকজন জানিয়েছেন, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব-দক্ষিণ দিকে অথবা প্রাণিসম্পদ কার্যালয়ের পশ্চিম দিকের এলাকায় বিকট শব্দে একটি বিস্ফোরণের শব্দে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন জড়ো হয়ে বিস্ফোরণের স্থান খুঁজতে থাকে। তবে বিস্ফোরণের কোনো আলামত কিংবা নির্দিষ্ট স্থান চিহ্নিত করতে পারেননি তারা। বিস্ফোরণের ঘটনায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। তবে পুলিশের কেউ ঘটনাস্থল পরিদর্শ করেনি। এদিকে গত কয়েক দিন ধরে চৌগাছা ও আশেপাশের এলাকায় কয়েক দফা বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে পটকা কিংবা ককটেল জাতীয় কিছুর বিস্ফোরণ ঘটানো হচ্ছে। তবে কি কারণে কারা এটি করছে তা পুলিশের কাছে পরিষ্কার নয়। এতে স্থানীয় মানুষের মনে নানা সংশয় দেখা দিয়েছে। মাঝেমধ্যেই এ ধরনের বিস্ফোরণের ঘটনায় আতঙ্কের পাশাপাশি অজানা আশঙ্কায় রাত কাটাচ্ছে এলাকাবাসীর।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর রাতে চৌগাছা বড় মসজিদের আশেপাশে কয়েকটি ও ১ ডিসেম্বর কাউন্সিলর কামরুজ্জামান ডাবুর বাড়ির পাশে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে।