দামুড়হুদায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ : কাজির জরিমানা

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। সেই সাথে বাল্যবিয়ে পড়ানোর অপরাধে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের কাজি আনিছুর রহমানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সড়াবাড়িয়া গ্রামে বাল্যবিয়ের আয়োজন করা হয়। বিষয়টি গোপনে জানতে পেরে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে পৌঁছে ওই বাল্যবিয়ে বন্ধ করে দেন এবং বাল্যবিয়ে পড়ানোর অপরাধে সংশ্লিষ্ট ইউনিয়নের অভিযুক্ত কাজির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৪ হাজার টাকা জরিমানা কনের ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এদিকে আইন অমান্য করে দীর্ঘদিন থেকে একের পর এক বাল্যবিয়ে পড়ানো অভিযুক্ত কাজিকে মাত্র ৪ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী।