দামুড়হুদার কার্পাসডাঙ্গা-ঠাকুরপুর সড়কে দিনদুপুরে ছিনতাই

 

ভ্রাম্যমাণ/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা-ঠাকুরপুর সড়কে দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা হতদরিদ্র হুদাপাড়ার আবুল হোসেনের ৯শ টাকা ছিনিয়ে নিয়েছে।

জানা গেছে, গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে হুদাপাড়া গ্রামের দলিল উদ্দিনের ছেলে আবুল হোসেন (৬৫) মাঠ থেকে কুড়িয়ে পাওয়া বুনো কচু বিক্রি করে বাড়ি ফিরছিলেন। এ সময় তিনি কার্পাসডাঙ্গা সড়কের ধাপাড় মাঠ নামক স্থানে পৌঁছুলে মোটরসাইকেলযোগে দুজন ছিনতাইকারী আবুল হোসেনের গতিরোধ করে। ছিনতাইকারী তার মাটিতে ফেলে দিয়ে পকেটে থাকা ৯শ টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়। এদিকে হতদরিদ্র আবুল হোসেন তার সম্বল ৯শ টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। আবুলের কান্নাকাটিতে কার্পাসডাঙ্গা বাজারের লোকজন বিভিন্ন দোকান থেকে চাঁদা তুলে তার হাতে ৫শ টাকা তুলে দিয়ে বাড়ি পাঠিয়েছে।

Leave a comment