স্টাফ রিপোর্টার: দেশ-বিদেশে দুজন সফল ব্যবসায়ী আজ তাদের আপন ঠিকানা চুয়াডাঙ্গায় ব্যস্ত সময় কাটাবেন। এদের একজন সিঙ্গাপুর প্রবাসী সাহেদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজি সাহেদুজ্জামান টরিক। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় তিনি চুয়াডাঙ্গায় পৌঁছেছেন। ডায়মন্ড ওয়ার্ল্ড ও লাইফ স্টাইলের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার পৌঁছেছেন গতরাতে। সাথে এসেছেন রিপনুল হাসান।
সফল দু ব্যবসায়ীর আগমনে ইতোমধ্যেই চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স, প্রেসক্লাবসহ কয়েকটি প্রতিষ্ঠান ও সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- আজ সকাল ১০টায় চেম্বার অ্যান্ড কমার্সের চুয়াডাঙ্গার দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ। তত্ত্বাবধানে রয়েছেন- চেম্বার অ্যান্ড কমার্স সভাপতি ইয়াকুব হোসেন মালিকসহ নেতৃবৃন্দ। বিকেল তিনটায় হোটেল সান্ডিয়ানে সংবর্ধনা। শুভ সকাল স্পোর্টিং ক্লাব ক্রীড়াঙ্গনে অবদান রাখায় চুয়াডাঙ্গার কৃতীসন্তান দিলীপ কুমার, সাহেদুজ্জামান টরিক, দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক প্রেসক্লাব সেক্রেটারি সরদার আল আমিন, জীবননগরের কৃতীসন্তান প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান এসএম হাসানুজ্জামান টিটো, ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির ছাত্রবিষয়ক সম্পাদক রিপনুল হাসান রিপনকে সংবর্ধিত করা হবে। সন্ধ্যা ৬টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব সদস্যদের সাথে প্রেসক্লাবে মতবিনিময়। মতবিনিময়ে প্রেসক্লাবের দাতা সদস্য সাহেদুজ্জামান টরিক, দিলীপ কুমারসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন। এ সভায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসানও উপস্থিত থাকতে সম্মত হয়েছেন।
সংবর্ধনাসভায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন শুভ সকাল স্পোর্টিং ক্লাবের সভাপতি ডা. আফছার উদ্দিন কলেজের প্রিন্সিপাল মাহবুল ইসলাম সেলিম। অনুষ্ঠান সঞ্চালনা করবেন অ্যাড. তসলিম উদ্দিন ফিরোজ। অপরদিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের আয়োজনে সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য ক্লাব সভাপতি মাহতাব উদ্দীন ও সাধারণ সম্পাদক সরদার আল আমিন অনুরোধ জানিয়েছেন।