দামুড়হুদার কার্পাসডাঙ্গা ছাত্রদল সভাপতির ওপর ছাত্রলীগের নগ্ন হামলা

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রদল সভাপতি শহিদ বিশ্বাসকে পাইপ ও রড দিয়ে বেদম প্রহর করা হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কার্পাসডাঙ্গা কাস্টম মোড় গোডাউনের নিকট একদল যুবক হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করে।

শহিদ বিশ্বাসসহ তার শয্যাপাশে থাকা লোকজন অভিন্ন ভাষায় অভিযোগ তুলে বলেছেন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রানা তার সাঙ্গপাঙ্গ নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে এক বিএনপি নেতাসহ তিনজনকে আহত করে। আহতদের মধ্যে ছাত্রদলকর্মী খাইরুলকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তথা চিৎলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপি নেতা আবু সাঈদ বিশ্বাসকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনার পর থেকে কার্পাসডাঙ্গায় উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা কার্পাসডাঙ্গা বাজারপাড়ার অইনাল হক বিশ্বাসের ছেলে শহিদ বিশ্বাস ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। স্থানীয় একাধিকসূত্র বলেছে, গতপরশু ছাত্রদলকর্মী খাইরুল বাজার করতে গেলে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রানার সাথে বাগবিতণ্ডা হয়। খাইরুলকে রানা শারীরিকভাবে লাঞ্ছিতও করে। বিষয়টি ছাত্রদল সভাপতি শহিদ বিশ্বাস জানার পর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ বিশ্বাসের সাথে গতকাল বেলা ১১টার দিকে আলোচনায় বসে। পাশে খাইরুলসহ বেশ কয়েকজন ছিলো। এরই মাঝে একদল যুবক তাদের ওপর হামলা চালায়। কেউ কেউ দৌড়ে পালালেও ছাত্রদল সভাপতি শহিদ বিশ্বাসকে জিআই পাইপ ও লোহার রড দিয়ে বেদম প্রহর করে হামলাকারীরা। আহত হনখাইরুল ও বিএনপি নেতা সাঈদ।

শহিদ বিশ্বাসকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। তার বাম হাত ও বাম পা গুঁড়িয়ে গেছে। সারা শরীরে রয়েছে অসংখ্য আঘাতের চিহ্ন। কর্তব্যরত চিকিৎসক এ তথ্য দিয়ে বলেছে, চিকিৎসা দেয়ার পাশাপাশি শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। অবনতি হলে রেফার করা হতে পারে।

Leave a comment