স্টাফ রিপোর্টার: ৯ অ্যাম্পুল প্যাথেডিনসহ চুয়াডাঙ্গা বাগানপাড়ার জামিলকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা শহরের মাথাভাঙ্গা ব্রিজের ওপর থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। জামিল রঙমিস্ত্রির কাজ করলেও সে মাদক বিক্রেতা পুলিশের কাছে স্বীকার করেছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা বাগানপাড়ার শরিফ উদ্দিনের ছেলে রঙমিস্ত্রি জামিল হোসেন (৩৫) ও দৌলাতদিয়াড় চুনুরিপাড়ার তানজিল (৩০) গতরাত ৮টার দিকে দৌলাতদিয়াড় এলাকা থেকে ৯ অ্যাম্পুল প্যাথেডিন নিয়ে বাইসাইকেলযোগে চুয়াডাঙ্গা শহরের দিকে যাচ্ছিলো। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই মাসনুন সঙ্গীয় ফোর্স নিয়ে মাথাভাঙ্গা ব্রিজের ওপর অবস্থান নেন। মাদকবিক্রেতা দুজন মাথাভাঙ্গা ব্রিজের ওপর পৌঁছুলে সাইকেল আরোহী জামিলকে পুলিশ গ্রেফতার করলেও চতুর তানজিল পালিয়ে যায়।