মোদির আগেই সফরে আসবেন মমতা : পররাষ্ট্রমন্ত্রী

 

স্টাফ রিপোর্টার: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশ সফরে আসবেন। এ সময় তিস্তা চুক্তি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তার কার্যালয়ে সার্ক পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের সার্ক সম্মেলন অত্যন্ত সফল হয়েছে বলে আমরা মনে করি। সম্মেলনের বিশেষ অর্জনের মধ্যে রয়েছে জ্বালানি সহযোগিতা বিষয়ক কাঠামো চুক্তি স্বাক্ষর। এর মাধ্যমে সার্কভুক্ত দেশের মধ্যে বিদ্যুত কেনাবেচার পথ সুগম হলো। তিনি বলেন, আগামী তিন মাসের মধ্যে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মোটর ভেহিক্যাল ও রেল সহযোগিতা চুক্তি সই হবে। এএইচ মাহমুদ আলী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আসার ব্যাপারে তার আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন। তবে দিনক্ষণ এখনো ঠিক হয়নি। আমাদের একটি সংসদীয় দল কয়েক দিন আগে ভারত গিয়েছিলো। তাদের কাছেও মোদি বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন। ভারতের প্রধানমন্ত্রীর সফরের আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশে আসবেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৮ থেকে ২১ ডিসেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতি ভারত সফর করবেন। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আমন্ত্রণে ৪ দিনের সফরে আগামী ১৮ ডিসেম্বর ভারত যাচ্ছেন আবদুল হামিদ।

Leave a comment