শিক্ষক-ছাত্রদের উপস্থিতি নিশ্চিত না করলে কলেজ বন্ধ

 

স্টাফ রিপোর্টার: ক্লাসে শিক্ষক ও ছাত্রদের উপস্থিতি নিশ্চিত করতে না পারলে সেসব কলেজ বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল শনিবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) সরকারি কলেজের অধ্যক্ষদের কলেজ নিয়ে আমার ভাবনা শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নায়েমের মহাপরিচালক ইফফাত আরা নার্গিসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক ফাহিমা খাতুন প্রমুখ। অধিকাংশ শিক্ষকরাও এখন কোচিং ব্যবসায় ব্যস্ত উল্লেখ করে শিক্ষামন্ত্রী অধ্যক্ষদের উদ্দেশ্যে বলেন,  আপনাদেরকে কলেজগুলোতে শিক্ষকের পাশাপাশি শিক্ষার্থীর উপস্থিতিও নিশ্চিত করতে হবে। তাদের ক্লাস করা, ক্লাসের ভালো-মন্দ সব কিছুর নিশ্চয়তার ব্যবস্থা করতে হবে। তা না হলে কি দরকার এসব কলেজ দিয়ে? বন্ধ করে দেবো সব। প্রত্যেক কলেজে বার্ষিক ক্যালেন্ডার থাকতে হবে জানিয়ে নুরুল ইসলাম নাহিদ জানান, কোন দিন ক্লাস, কোন দিন ছুটি তা আগে থেকে চূড়ান্ত থাকবে। এর একদিনও এদিক-সেদিন হবে না। যিনি এটা ঠিকভাবে পালন করতে পারবেন না, তার দায়িত্ব না নেয়াই ভালো।