মাথাভাঙ্গা মনিটর: বর্তমানে লন্ডন, এমনকি গোটা গ্রেট ব্রিটেনে সর্বাধিক আলোচিত নাম লন্ডনের টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র, বাংলাদেশি বংশোদ্ভুত লুতফুর রহমান। লুতফুর রহমান শুধু বিবিসি প্যানোরামা কিংবা ইভনিং স্ট্যান্ডার্ড, ডেইলি মেইল, ডেইলি এক্সপ্রেস, গার্ডিয়ান বা সম্প্রতি টেলিগ্রাফের রিপোর্ট নিয়ে বেশি আলোচিত তা নন। এর আগে তিনি সব চাইতে আলোচনা ও বিতর্কের লাইম লাইটে চলে আসেন তখনই, যখন তিনি প্রথমবারের মতো বাঙালি মুসলমান হিসেবে টাওয়ার হ্যামলেটসের প্রথম নির্বাহী মেয়র হিসেবে বিপুল ভোটে জয়ী হয়ে যান। অথচ ওই সময়ে তার দল লেবার পার্টি তাকে কট্টর ইসলামপন্থিদের সাথে সম্পর্কের অজুহাতে দল থেকে বহিষ্কার করেছিলো। এতো কিছুর পরেও সব কিছু ঠিকঠাক মতোই চলছিলো। কিন্তু বাধ সাধে তখন, যখন লুতফুর রহমান দ্বিতীয় বারের মতো নির্বাচনে দাঁড়িয়ে বাজিমাত করেন- ঠিক তখন থেকে নানা ঘটনা, অঘটন এবং পেছনের সংগঠিত ঘটনাসমূহ পর্দার আড়াল থেকে সামনে আসতে থাকে একের পর এক। এ মুহূর্তে ব্রিটেনের প্রভাবশালী মিডিয়াগুলো ছাড়াও কনজারভেটিভ এবং লেবার উভয় রাজনৈতিক দল, এমনকি বাংলাদেশিও যারা আওয়ামী এবং বামপন্থি বলে পরিচিত- বলা যায় এরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে লুতফুর রহমানকে হেস্তনেস্ত করতে। এমন কিছু অভিযোগ তার বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে যাতে জনপ্রিয় ও অদম্য এ বাঙালি মানুষটিকে শুধু মেয়র পদ থেকে আউট করাই নয়, ধুলোয় মিশিয়ে দেয়া যায়।