বঙ্গোপসাগরে ট্রলারডুবি : একজনের লাশ উদ্ধার : নিখোঁজ ২৬

 

স্টাফ রিপোর্টার: কক্সবাজারের এলিফেন্ট পয়েন্ট এলাকায় সিঙ্গাপুরগামী লাইটার জাহাজের ধাক্কায় এফভি বন্ধন নামে একটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। এতে দুজনকে জীবিত এবং একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম লাভলু; তিনি ট্রলারটির নাবিক। জীবিত উদ্ধার হওয়ারা হলেন- জেলে সফিক ও নাসির। এখনো নিখোঁজ রয়েছে ২৬ জন। এ দুর্ঘটনাটি কখন হয়েছে তা নৌ-বাহিনী বা কোস্টগার্ড কর্তৃপক্ষের কেউই জানাতে পারেননি। তাদের ধারণা শুক্রবার শেষ রাতে বা ভোরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে ট্রলার এফভি বন্ধন কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার রাত ৩টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
সেন্টমার্টিন কোস্টগার্ডের কমান্ডার আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রলারডুবির সঠিক সময়টি শুক্রবার শেষ রাত বা ভোরে হয়ে থাকতে পারে। কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নিয়েছে। এদিকে সকাল পৌনে ১০টায় সেন্টমার্টিন থেকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে যোগ দেয় নৌ-বাহিনীর উদ্ধার জাহাজ সমুদ্র জয়। এরপরই উদ্ধার কাজে যোগ দেন কোস্টগার্ডের সদস্যরা। এফভি বন্ধন মালিকানা প্রতিষ্ঠান বেঙ্গল ফিশারিজ লিমিটেডের সহকারী ব্যবস্থাপক কাজী কামরুল আমিন জানায়, দুর্ঘটনার সময় ওই গ্রুপের আরেকটি মাছ ধরার ট্রলার এফভি উদ্দাম কাছাকাছি ছিলো। সেটি দ্রুত ঘটনাস্থলে এসে একজনের মরদেহ ও দুজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।