প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে আজ

প্রাথমিক সমাপনীতে বসছে ৩১ লাখ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও এবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা আজ রোববার থেকে শুরু হচ্ছে। এবারের পরীক্ষায় অংশ নেবে ৩০ লাখ ৯৪ হাজার ২৬৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ২৭ লাখ ৮৮ হাজার ৫৪৪ জন এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে ৩ লাখ ৫ হাজার ৭২১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এ বছর চুয়াডাঙ্গার চারটি উপজেলার ৪৯টি কেন্দ্রে প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২৮টি কেন্দ্রে এবতেদায়ী সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক সমাপনী ও এবতেদায়ী সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ২০ হাজার ৭৭০ জন।

আজ ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হবে বেলা ১১টায়। শেষ হবে দুপুর দেড়টায়। তবে বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় রাখা হয়েছে। সারাদেশে ছয় হাজার ৭৯১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক সমাপনীর জন্য দেশের বাইরে ১১টি কেন্দ্রে পরীক্ষা নেয়া হবে।

প্রতিটি পরীক্ষা সকাল ১১টা থেকে শুরু হয়ে চলবে দুপুর দেড়টা পর্যন্ত। তবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় রাখা হয়েছে। এবার পরীক্ষায় ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা দু লাখ ১৫ হাজার ২১১ জন বেশি। প্রাথমিক শিক্ষা সমাপনীতে ছাত্র ১২ লাখ ৮২ হাজার ৭৯ ও ছাত্রী ১৫ লাখ ছয় হাজার ৪৬৫। এবতেদায়িতে ছাত্র এক লাখ ৫৭ হাজার ৫৪৮ ও ছাত্রী এক লাখ ৪৮ হাজার ২৭৩। সারাদেশে ৬ হাজার ৭৯১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া দেশের বাইরে ১১টি কেন্দ্রে প্রাথমিক সমাপনী পরীক্ষা নেয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পরীক্ষার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পরীক্ষা শুরুর দিনে মন্ত্রী মোস্তাফিজুর রহমান রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল, মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যাওয়ার কর্মসূচি রয়েছে।

পরীক্ষার বিস্তারিত সময়সূচি: প্রাথমিক সমাপনীতে ২৩ নভেম্বর ইংরেজি, ২৪ নভেম্বর বাংলা, ২৫ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৬ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৭ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা ও ৩০ নভেম্বর গণিত পরীক্ষা হবে। এবতেদায়ি সমাপনীতে ২৩ নভেম্বর ইংরেজি, ২৪ নভেম্বর বাংলা, ২৫ নভেম্বর পরিবেশ পরিচিতি সমাজ ও পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ২৬ নভেম্বর আরবি, ২৭ নভেম্বর কোরআন ও তাজবিদ এবং আকাঈদ ও ফিকহ, ৩০ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০০৯ সাল থেকে আর এবতেদায়িতে ২০১০ সাল থেকে এ পরীক্ষা শুরু হয়। প্রথম দু বছর বিভাগভিত্তিক ফল দেয়া হলেও ২০১১ সাল থেকে গ্রেডিং পদ্ধতিতে ফল দেয়া হচ্ছে। গত বছর থেকে এ পরীক্ষার সময় আধঘণ্টা বাড়িয়ে আড়াই ঘণ্টা করা হয়।

Leave a comment