আইনি সহায়তা কার্যক্রমে জনসচেতনতা বাড়ানোর জন্য এনজিওদের প্রতি আহ্বান
স্টাফ রিপোর্টার: দেশের হতদরিদ্র মানুষেরা নির্যাতনের শিকার হলেও অর্থাভাবে মামলা না করে ন্যায় বিচার পায় না। লিগ্যাল এইড কার্যক্রমের মাধ্যমে সরকার তাদের আইনি সহায়তা করে প্রদান করে থাকে। এ কার্যক্রম সম্পর্কে সচেতনতার অভাবে তারা এ সহযোগিতা থেকে বঞ্চিত হচ্ছে। দেশের এনজিও সংস্থা প্রত্যন্ত অঞ্চলে হতদরিদ্র মানুষের সাথে কাজ করে। এজন্য তাদের এ বিষয়ে সচেতনতা করার যথেষ্ঠ সুযোগ আছে। বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করে হতদরিদ্র মানুষকে সরকারের এ সহযোগিতা গ্রহণের সুযোগ সৃষ্টি করে দেয়ার জন্য এনজিও প্রধানদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় জেলা ও দায়রা জজের সভাকক্ষে লিগ্যাল এইড কার্যক্রমের আরও সফলভাবে বাস্তবায়নের জন্য এনজিও প্রতিনিধিদের সাথে মতবিনিময়সভায় সভাপতির বক্তব্যে জেলা ও দায়রা জজ ও জেলা আইনগত সহায়তা কমিটির সভাপতি বিপ্লব গোস্বামী এ কথা বলেন। বিশেষ করে ধর্ষিত নারীদের সদর হাসপাতালে অবস্থিত ওয়ান স্টাপ ক্রাইসেস সেন্টারে যাওয়ার পরামর্শ দেন। চুয়াডাঙ্গা সহকারী জজ ও জেলা আইনগত সহায়তা কমিটির সদস্য সচিব মো. সাজেদুর রহমানের উপস্থাপনায় সভায় আরও বক্তব্য রাখেন- সিডিএফ’র প্রকল্প সমন্বয়কারী আসমা হেনা চুমকি, পাস’র নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন, ইম্প্যাক্টের প্রশিক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান, মানবতার নির্বাহী পরিচালক খন্দকার অহিদুল ইসলাম, টিএমএসএস’র ম্যানেজার রফিকুল ইসলাম, জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক নুরুল ইসলাম, আলাপ’র নির্বাহী পরিচালক আশফাকুর রহমান লিন্টু, সৃজনীর মামুন অর রশিদ, আরআরএফ’র আশিষ মজুমদার, আত্মবিশ্বাসের প্রোগ্রাম অফিসার সাহেদ হাসান হালিম, প্রত্যাশার ফোকাল পারসন আসাদুজ্জামান।