ঠাকুরগাঁওয়ে বিএসএফ’র হাতে আটক বাংলাদেশির মৃত্যু

 

স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার রত্নাই সীমান্তে বিএসএফ’র হাতে আটক বাংলাদেশি গরু ব্যবসায়ী শাহ আলম (২১) মারা গেছেন। অন্যদিকে একই সীমান্তে একই সময়ে সফিকুল ইসলামকে (২২) ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় উপজেলার রত্নাই সীমান্তে গরু ব্যবসায়ী শাহ আলমকে প্রথমে গুলি করা হয়। পরে তাকে ধরে নিয়ে যায় ভারতের সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা। গতকাল বৃহস্পতিবার সকাল দুপুরে ভারতে মারা যান তিনি। গরু ব্যবসায়ী শাহ আলমের বাড়ি উপজেলার রত্নাই সুটকা বস্তিতে। এ ছাড়া রত্নাই মমিন টলা গ্রামের একই সীমান্ত থেকে সফিকুল ইসলামকে (২২) ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। এ বিষয়ে বিজিবি ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল আকরাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিজিবি ও বিএসএফ’র পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত আনা হবে।