১৪০০ রেলক্রসিঙে ওভারপাস বানাবে রেল মন্ত্রণালয়

 

স্টাফ রিপোর্টার: দুর্ঘটনা এড়াতে রেল বিভাগের আওতায় থাকা এক হাজার চারশ রেলক্রসিঙে ওভারপাস তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয়- সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। রেলপথ মন্ত্রণালয়- সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য রেলপথ মন্ত্রী মুজিবুল হক, খালিদ মাহমুদ চৌধুরী, আলী আজগর, ইয়াসিন আলী ও ফাতেমা জোহরা অংশ নেন। বৈঠক শেষে ফজলে করিম সাংবাদিকদের জানান, দেশে সব মিলিয়ে আড়াই হাজারের মতো রেলক্রসিং আছে। এর মধ্যে রেল বিভাগের আওতায় থাকা এক হাজার ৪০০টির মতো ক্রসিংগুলোতে ওভারপাস তৈরি করবে রেলপথ মন্ত্রণালয়। এসব ক্রসিঙে ওভারপাসের ওপর দিয়ে সড়ক বিভাগের যানবাহন চলবে। রেল যাবে নিচে দিয়ে। ফজলে করিম চৌধুরী জানান, বাকি রেলক্রসিংগুলো সড়ক কিংবা স্থানীয় সরকার বিভাগের অধীনে। এসব রেলক্রসিংগুলোতে ওভারপাস নির্মাণের জন্য সড়ক বিভাগ ও স্থানীয় সরকার বিভাগকে সুপারিশ করবে সংসদীয় কমিটি। বৈঠকে রেলওয়ের জায়গায় পিপিপি-এর অধীন হাসপাতাল, হোটেল, শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, বাণিজ্যিক ভবন ও কন্টেইনার ইয়ার্ড নির্মাণ সম্পর্কে আলোচনা হয় এবং কমিটিকে জানানো হয় যে, ইতোমধ্যে এগুলো নির্মাণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।