বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা আলোচনাসভাসহ বিভিন্ন কর্মসূচিতে বক্তারা
মাথাভাঙ্গা ডেস্ক: তারেক রহমানের জন্মদিন চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ বিএনপিসহ অঙ্গসংগঠনসমূহ পালন করেছে। জন্মদিনের কেক কাটাসহ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা বিএনপি আয়োজিত কেক কাটা ও আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস। জেলা ছাত্রদল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা।
চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশেই বিভিন্ন স্থানে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেয় বিএনপি নেতৃবৃন্দ। চুয়াডাঙ্গায় আয়োজিত আলোচনাসভায় বক্তারা বলেছেন, তারেক রহমানকে বর্তমান সরকার ভয় পায়। তারেক রহমানের জনপ্রিয়তা আকাশচুম্বি বলেই তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে দেশে ফেরার পথ রুদ্ধ করছে। বর্তমান বাকশালী সরকার বিএনপি তথা তারেক রহমানের বিরুদ্ধে যতোই ষড়যন্ত্র করুক না কেন, কোনো লাভ হবে না। দেশের মানুষ গণআন্দোলনের মাধ্যমেই এ সরকারকে উৎখাত করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবে।
ঝিনাইদহে শোভাযাত্রা বের হলেও চুয়াডাঙ্গা অবশ্য তা হয়নি। কেক কাটা ও আলোচনার মধ্যই কর্মসূচি সীমিত রাখতে হয়েছে। এ তথ্য দিয়ে বিএনপির একাধিক নেতা বলেছেন, চুয়াডাঙ্গায় মিছিল শোভাযাত্রা বের করলেই পুলিশ বাধা দিচ্ছে। এ কারণেই কর্মসূচির মধ্যে শোভাযাত্রা রাখা হয়নি।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপি আলোচনাসভা ও কেক কাটার আয়োজন করে। গতকাল বিকেল ৪টার দিকে পুরাতন সাহিত্য পরিষদ চত্বরে তারেক রহমানের কর্মজীবনের ওপর আলোকপাতের জন্য আলোচনাসভার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মুন্সি আওরঙ্গজেব বেল্টুর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা, যুগ্মআহ্বায়ক মজিবুল হক মালিক মজু, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএম শাহজাহান মুকুল। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরদার আলী হোসেন। পৌর বিএনপির সাংগাঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটুর উপস্থাপনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন- সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজি আব্দুল খালেক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বিশ্বাস মঙ্গল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, আবু বক্কর সিদ্দিক আবু, মির্জা ফরিদুল ইসলাম শিপলু, হাজি রবিউল ইসলাম বাবলু, জাহানারা বেগম, বিএনপি নেতা মাহমুদুল হক পল্টু, মৎস্যজীবী দলের আবু বকর সিদ্দিক বকুল, যুবদল নেতা সাইফুর রশীদ ঝন্টু, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজীব খান, শাহজাহান খান, সুজন মালিক, মোমিনুর রহমান মোমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা হাজি মান্নান প্রমুখ।
আলোচনাসভায় প্রধান অতিথি মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস বলেন, তারেক রহমান এমনি এক প্রতিভা যিনি একাধারে তৃণমুলকে দেশাত্ববোধে উদ্বুদ্ধ করতে সক্ষম হয়েছিলেন আবার পাশাপাশি রাজনীতির আধুনীকরণে কার্যকরী ভূমিকা রেখে চলেছেন। তাই আমি মনে করি একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় তারেক রহমানের কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন, তারুণ্যের এ মহানায়ক জাতীয়তাবাদী শক্তির ধারক ও বাহক হয়ে জাগ্রত জনতার স্বপ্ন পুরুষে পরিণত হয়েছে। বর্তমান সরকার শুধুমাত্র জিঘাংসার বশবর্তী হয়ে এ কালজয়ী বীরকে অপঘাত করে চলেছে যা রাজনৈতিক ইতিহাসে কলঙ্কজনক। আমরা বিশ্বাস করি তারেক রহমানের স্ব-দর্পে খুব শিগগিরই প্রত্যাবর্তন ঘটবে। আলোচনাসভা শেষে নেতৃবৃন্দকে নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস কেক কটেন।
অপরদিকে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে আলোচনাসভা ও কেক কাটার আয়োজন করা হয়। আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফ-উর জামান সিজার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমএ তালহা। জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক মঞ্জুরুল জাহিদের উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন- জেলা যুবদলের যুগ্মআহ্বায়ক শহিদুল ইসলাম রতন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জেডএম তৌফিক, তানভির হোসেন রাজিব প্রমুখ।
বক্তারা বলেন, তারেক রহমান যে গণমুখি রাজনৈতিক দর্শনের সূচনা করেছিলেন তাই-ই মূলত সুষ্ঠু গণতান্ত্রিক ধারার বহির্প্রকাশ। দেশের বর্তমান এ গণতান্ত্রিক সঙ্কটে তারেক রহমানের রাজনৈতিক দর্শনই হতে পারে সমাধানের একমাত্র স্থায়ী রাজনৈতিক ব্যবস্থা।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে তারেক জিয়ার জন্মদিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুর বিএনপির উদ্যোগে জেলা বিএনপির শাহাজীপাড়াস্থ কার্যালয়ে আলোচনাসভা শেষে কেক কাটা হয়। জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনছারুল হকের সভাপতিত্বে আলোচনাসভায় উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন বিএনপি নেতা অ্যাড. মোখলেছুর রহমান স্বপন, আব্দুল হান্নান, আলমগীর হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, বিএনপি নেতা মোস্তাক রাজা, সদর থানা যুবদলের সহসভাপতি তৌফিক এলাহী, রাশিকুল ইসলাম রাশু, বুড়িপোতা ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক, যুবদল নেতা আশরাফুল ইসলাম প্রমুখ। পরে সেখানে কেক কাটা হয়।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, ঝিনাইদহে ৱ্যালি, আলোচনাসভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্যদিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী পালিত হয়েছে। জেলা বিএনপি এসব কর্মসূচির আয়োজন করে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি ৱ্যালি বের করা হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান। অন্যান্যের মধ্যে বিএনপি নেতা আব্দুল মালেক, আবদুল মতলেব বিশ্বাস, কেএম ওয়াজেদ, জাহিদুজ্জামান মনা, আশরাফুল ইসলাম পিন্টু, আহসান হাবিব রনক, জিয়াউল ইসলাম ফিরোজ, আবুল বাশার বাশি বক্তব্য রাখেন।
সভায় প্রধান অতিথি মসিউর রহমান বলেন, বর্তমান জনসমর্থনহীন সরকার ক্ষমতায় টিকে থাকতে জিয়া পরিবারের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করে তারেক রহমানের জনপ্রিয়তা নষ্ট করা যাবে না। তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনের মধ্যদিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন হবে। সভা শেষে জন্মদিনের কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।