দুবাইয়ে কিউই প্রতিরোধের মুখে পাকিস্তান

মাথাভাঙ্গা মনিটর: তিন টেস্টে সহজ জয়ের পর সংযুক্ত আরব আমিরাতে এই প্রথম শক্ত প্রতিরোধের সামনে পড়লো পাকিস্তান। দুবাইয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে সফরকারী নিউজিল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ৪০৩ রান করেছে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের খেলা শেষের আগে পাকিস্তানের দুটি উইকেট তুলে নেয় নিউজিল্যান্ডের বোলাররা। দুই উদ্বোধনী ব্যাটসম্যান শন মাসুদ (১৩) ও তৌফিক উমরকে (১৬) হারিয়ে ৩৪ রান তোলে স্বাগতিকরা। ৪ রান নিয়ে উইকেট আছেন আজহার আলী। তার সঙ্গী ইউনুস খানের রান ১। সকালের সেশনে পাকিস্তান নিউজিল্যান্ডের ৩টি উইকেট তুলে নেয়। তবে সফরকারীদের লোয়ার অর্ডার প্রতিরোধ গড়ে দলের রান ৪শ পার করতে সাহায্য করে। পাকিস্তানকে ৫ সেশনেরও বেশি সময় মাঠে রাখে তারা। সংযুক্ত আরব আমিরাতে সবশেষ ৩ টেস্টে এটা হয়নি। এ তিনটি টেস্টের দুটি পাকিস্তান অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলে এবং অন্যটি ছিলো নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট। আগের দিন অপরাজিত থাকা ২ ব্যাটসম্যানকে তুলে নিতে ৩ ওভার লাগে পাকিস্তানের। ৯ রান করা কোরি অ্যান্ডারসন এহসান আদিলকে উইকেট উপহার দিয়ে ফেরেন। আগের দিন করা ১৩৭ রানেই টম ল্যাথামকে ফেরান আরেক পেসার রাহাত আলী। জিমি নিশামের এক ঘণ্টার প্রতিরোধ ভাঙে ইয়াসির শাহর ঘূর্ণিতে। আউট হওয়ার আগে ৫৪ বলে দুটি চারে ১৭ রান করেন নিশাম। ইয়াসিরের বলে রাহাত মার্ক ক্রেইগের ক্যাচ না ফেললে মধ্যাহ্নভোজের বিরতির আগেই ৭ উইকেট পড়ে যেত নিউ জিল্যান্ডের। সপ্তম উইকেটে ৬৮ রানের জুটি গড়েন ক্রেইগ ও বিজে ওয়াটলিং। ক্রেইগ ৪৩ রান করে জুলফিকার বাবরের বলে আউট হয়ে গেলে ৩১.১ ওভার স্থায়ী জুটিটি ভাঙে। নিউজিল্যান্ড এরপরও ৪০০ রান পেরোতে পারে ওয়াটলিংয়ের ৩৯ ও ইশ সোধির অপরাজিত ৩২ রানের কল্যাণে। পাকিস্তানের বাঁহাতি স্পিনার বাবর ১৩৭ রান দিয়ে ৪ উইকেট নেন। সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১৫৬ ওভারে ৪০৩ (ল্যাথাম ১৩৭, ম্যাককালাম ৪৩, উইলিয়ামসন ৩২, টেইলর ২৩, অ্যান্ডারসন ৯, নিশাম ১৭, ওয়াটলিং ৩৯, ক্রেইগ ৪৩, সাউদি ১৭, সোধি ৩২*, বোল্ট ২; বাবর ৪/১৩৭, আদিল ২/৭৩, ইয়াসির ২/৯২, আজহার ১/২৩, রাহাত ১/৬৯)। পাকিস্তান প্রথম ইনিংস: ১৯ ওভারে ৩৪/২ (মাসুদ ১৩, তৌফিক ১৬, আজহার ৪, ইউনুস ১)।

Leave a comment