আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার পারকুলা আবাসন সংলগ্ন গাঙের মাছ পাহাদার মতিয়ার রহমানকে গভীর রাতে ঘরে ঢুকে কুপিয়ে জখম করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। কুষ্টিয়া জেলার মিরপুরের মুন্তাজ আলীর ছেলে মতিয়ার রহমান (৪৫) বেশ কয়েক বছর ধরে আলমডাঙ্গার পারকুলা আবাসন প্রকল্পে বসবাস করে আসছেন। তিনি আবাসন সংলগ্ন গাঙের পাহারাদার। গতপরশু রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি কয়া হয়। সেখানে তার অবস্থার উন্নতি না হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।