বিজিবি দেখে ফেনসিডিল ফেলে পালিয়ে গেলো জীবননগর হরিহরনগরের মশিউর

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার গয়েশপুর, ধোপাখালী ও রাজাপুর বিজিবি চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ফেনসিডিল ফেলে পালিয়ে গেছে। অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে ১০৮ বোতল ফেনসিডিল ফেলে পালিয়ে নিজেকে রক্ষা করলো জীবননগর হরিহরনরের চি‎‎হ্নিত মাদকব্যবসায়ী মশিউর রহমান।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ের কমান্ডিং অফিসার লে. কর্নেল এসএম মনিরুজ্জামান এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল সোমবার ভোররাতে জীবননগর গয়েশপুর বিওপির টহল কমান্ডার সুবদোর আবুল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে হরিহরনগর বিলের নিকট অভিযান পরিচালনা করেন। এ সময় হরিহরনগর গ্রামের মতেহার আলীর ছেলে মশিউর রহমান (৩৮) বিজিবির উপস্থিতি টের পেয়ে ১০৮ বোতল ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। বিজিবি মামলায় মশিউরকে পলাতক আসামি হিসেবে দেখানো হয়েছে। ধোপাখালী বিওপি টহল কমান্ডার হাবিলদার শাহ আলম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাধবখালী গ্রামের মাঠে অভিযান চালিয়ে ৭৮ বোতল ও ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং রাজাপুর বিওপি টহল কমান্ডার হাবিলদার আলী হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রাজাপুর মাঠে অভিযান চালিয়ে ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।

Leave a comment