কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে সভাপতি নিজেই ফেঁসে গেলেন

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করে বিদ্যালয়ের সভাপতি নিজেই ফেঁসে গেলেন। গতকাল সোমবার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের তদন্ত করতে গেলে বিক্ষুব্ধ অভিভাবকরা বিদ্যালয় চত্বরে জড়ো হয়ে উল্টো সভাপতির বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ করেন।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা খাতুন গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসসহ জাতীয় দিবস উদযাপন করেন না। এমন অভিযোগ তুলে বিষয়টি তদন্ত করে শাস্তিমূলক ব্যবসা গ্রহণের দাবিতে বিদ্যালয়ের সভাপতি আসাদুল ইসলাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট সম্প্রতি এক লিখিত আবেদন জানান। এরই প্রেক্ষিতে গতকাল আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম দুপুরে বিষয়টি তদন্ত করতে যান। তদন্তের বিষয়টি টের পেয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকেরা গিয়ে জড়ো হন বিদ্যালয় চত্বরে। তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার পক্ষালম্বন করে তার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা দাবি করেন। তাকে সৎ ও যোগ্য প্রধান শিক্ষক দাবি করে ওই বিদ্যালয় থেকে যাতে বদলি করা না হয় সে দাবিও করেন। উপস্থিত অভিভাবকরা উল্টো বিদ্যালয়ের সভাপতিসহ ম্যানেজিং কমিটির বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ উত্থাপন করেন। এমনকি বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। অভিভাবকদের মধ্যে উপস্থিত থেকে বিক্ষোভে নেতৃত্ব দেন আবু তালেব, মইন উদ্দীন, মানোয়ার হোসেন, রবিউল হক, আনোয়ার হোসেন, মিজানুর রহমান মিজান, শরিফ হোসেন, মাসুম আলী, বাবলু হোসেন প্রমুখ। এ সময় অভিভাবকদের পক্ষ থেকে বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সদস্যদের দুর্নীতিপরায়ণ আখ্যায়িত করে তাদেরকে অবিলম্বে কমিটি থেকে বাদ দিয়ে সৎ ও দায়িত্বশীলদের নিয়ে নতুন কমিটি করে দেয়ার অনুরোধ জানানো হয় হুইপের নিকট।