যশোর শিশু কারাগার থেকে পলাতক আসামি মেহেরপুরে গ্রেফতার

 

মেহেরপুর অফিস: যশোর শিশু সংশোধনী কারাগার থেকে পালিয়ে শিশু রাজন (১৮) মেহেরপুর থেকে গ্রেফতার হয়েছে। জুলাই মাসের শেষের দিকে পালিয়ে আসার প্রায় ৪ মাস পর মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়া থেকে তাকে আটক করেছে মেহেরপুর পুলিশ। পলাতক আসামি রাজন শহরের গোরস্তানপাড়ার শরিফের ছেলে। সে গোরস্তান পাড়ার হামিদা নামের এক মহিলাকে কুপিয়ে জখম করা মামলায় যশোর শিশু সংশোধনী কারাগারে আটক ছিলো।

মেহেরপুর সদর থানার এসআই মেজবাহ জানান, গত কোরাবানি ঈদের আগে রাজন মেহেরপুর শহরের গোরস্তানপাড়ার হামিদা নামের এক মহিলাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। ওই ঘটনায় হামিদার দায়ের করা মামলায় রাজনকে আটক করে পুলিশ। পরে তাকে যশোর সংশোধনী কারাগারে প্রেরণ করেন আদালত। এর পরপরই রাজন এবং মেহেরপুর সংসদ সদস্যের বাড়িতে চুরির অপরাধে আটক শহরের বোসপাড়ার ডিপজল কৌশলে জেলখানা থেকে পালিয়ে আসে। গোপনসূত্রে খবর পেয়ে পুলিশ শনিবার রাতে স্টেডিয়ামপাড়ার একটি মুরগি খামার থেকে তাকে গ্রেফতার করেন।

Leave a comment