কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা কার্পাসডাঙ্গার মিশন ফুটবল টুর্নামেন্ট খেলায় কার্পাসডাঙ্গা মিশন চেলসি ও কার্পাসডাঙ্গা মিশন এফসি’র মধ্যকার খেলায় মিশন চেলসি জয়লাভ করেছে। গতকাল রোববার বিকেল ৪টার দিকে কার্পাসডাঙ্গা মিশন মাঠে মিশন চেলসী ১-০ গোলে মিশন এফ সি কে পরাজিত করে । চেলসির পক্ষে অভিজিত জয়সুচক গোলটি করে । খেলাটি পরিচালনা করেন ড্যানি, হৃদয় ও বিশ্ব ।