টিপ্পনী

 

খবর:(স্ত্রীর পরকীয়া নিয়ে জীবননগরে সাংবাদিক সম্মেলন)

 

বউ রেখেছি বাড়ির ভেতর

পরকীয়ায় মত্ত সে,

রাতের বেলায় মজার মজার

পিরিত করে কত্ত সে।

 

নাগর নিয়ে ফুর্তি মারে

সারাটা রাত যত্ত সে,

মাতাল মাতাল ভঙ্গিতে বেশ

বোঝে অনেক তত্ত্ব সে।

 

স্বামীর জন্য ফাঁদ পাতে আর

কাটে অনেক গত্ত সে,

কিসের স্বামী কিসের বিয়ে

ধার ধারে না অত্ত সে।

 

-আহাদ আলী মোল্লা