নারায়ণগঞ্জে ৭ খুন : র‌্যাবের অগ্রগতি প্রতিবেদন জমা

 

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার হাইকোর্টে অগ্রগতি প্রতিবেদন জমা দেয়া হয়েছে। এ ঘটনা তদন্তে হাইকোর্টের আদেশে গঠিত তদন্ত কমিটি সোমবার অগ্রগতি প্রতিবেদন জমা দেয়। আগামী বৃহস্পতিবার এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন। এদিকে রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের অনুসন্ধান থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) বাদ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। আইনশৃঙ্খলা বাহিনীর দুটি সংস্থা একইসাথে সমান্তরালভাবে একটি ঘটনার তদন্ত করতে পারে না- এ যুক্তি দেখিয়ে গত ৫ মে হাইকোর্টে আবেদন করেছিলো রাষ্ট্রপক্ষ। সাত খুনের ঘটনায় সিআইডির তদন্ত বন্ধের ওই আবেদন নাকচ করে হাইকোর্টের একটি বেঞ্চ গত ১০ জুলাই আগের আদেশে সামান্য পরিবর্তন আনে। নতুন আদেশে সিআইডিকে ইনভেস্টিগেশনের পরিবর্তে ইনকয়ারি করতে বলা হয়। রাষ্ট্রপক্ষ হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল করলে এ বিষয়ে তাদের দুটি আবেদনের নিষ্পত্তি করে আপিল বিভাগ সিআইডিকে তদন্ত থেকে বাদ দেন। এ বছরের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম অপহরণ করা হয়। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। গোয়েন্দা পুলিশ (ডিবি) চাঞ্চল্যকর এই ঘটনা তদন্তের দায়িত্বে থাকলেও এক স্বপ্রণোদিত আদেশে হাইকোর্টের একটি বেঞ্চ সিআইডিকেও এই তদন্তের দায়িত্ব দেন।

Leave a comment