ধনী-গরিবের বৈষম্য দূর করতে গ্রাম বাংলার অর্থনীতিকে শক্তিশালী করার আহ্বান

আর্থ সামাজিক নিরাপত্তায় সমবায়- প্রতিপাদ্য ধারণ করে চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহসহ সারা দেশে জাতীয় সমবায় দিবস পালিত

 

স্টাফ রিপোর্টার: আর্থ সামাজিক নিরাপত্তায় সমবায়-এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শনিবার সারা দেশে পালিত হয়েছে ৪৩তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমবায় দিবসের আলোচনা সভায় বলা হয়, ধনী-গরিবের বৈষম্য দূর করতে হলে গ্রামের অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। গ্রামে অর্থের সঞ্চালন বাড়াতে হবে, কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে। গ্রামের উৎপাদিত পণ্য বাজারজাতের ব্যবস্থা করতে হবে। এটা একমাত্র করতে পারে সমবায়।

‘আর্থ-সামাজিক নিরাপত্তায় সমবায়’ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় জাতীয় সমবায় দিবস-২০১৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার বেলা ১০টায় চুয়াডাঙ্গা জেলা সমবায় কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা সমবায় কার্যালয়ে এসে শেষ হয়। এরপর বেলা ১২টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। সভায় স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত জেলা সমবায় কর্মকর্তা মনজুর কাদের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পুলিশ সুপার রশীদুল হাসান ও জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু করা হয়। পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য ৱ্যালি বের হয়। উপজেলা অডিটোরিয়ামে সাবেক ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সেলিম হোসেন, উপজেলা সমবায় অফিসার নাসরিন সুলতানা, পল্লী উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আলী, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, সহকারী পরিদর্শক শাহারুল ইসলাম, হাফিজুর রহমান ও বিশিষ্ট সমবায়ী নূর হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাব সভাপতি দীন মোহাম্মদ।

জীবননগর ব্যুরো জানিয়েছে, গতকাল শনিবার জীবননগর উপজেলায় ৪৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা সমবায় দপ্তর ও সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচির উদ্যোগে ৱ্যালি ও অলোচনাসভার আয়োজন করা হয়। উপজেলা মিলনায়তনে ইউএনও নুরুল হাফিজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, সমবায় অফিসার মোতাহার হোসেন ও প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির। সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন বাবুল আক্তার ও জলি আক্তার।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা প্রশাসন ও মেহেরপুর জেলা সমবায় অফিসের উদ্যোগে মেহেরপুরে ৪৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের নেতৃত্বে ৱ্যালি দিয়ে সমবায় দিবসের সূচনা করা হয়। জেলা সমবায় কর্মকর্তা মাহাবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। বিষেশ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসকার আলী, জেলা মৎস্যজীবী সমবায় প্রতিনিধি সহিদ সাদেক হোসেন বাবুল। আলোচনা করেন মেহেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যপক আব্দুল্লাহ আল আমিন। বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা শেখ আব্দুল জলিল, আব্দুল মানান্ন, আব্দুর রাজ্জাক, আব্দুল মজিদ, জন প্রভঞ্জন বিশ্বাস, খুদিরাম হালদার প্রমুখ।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, গাংনী উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের উদ্যোগে ৪৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে ৱ্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নিবার্হী অফিসার আবুল আমিন। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবউন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মাছুদুল হাসান মালিক ও বিআরডিবি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা। বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা বিমল কৃষ্ণ রায়। উপস্থিত ছিলেন- উপজেলা যুবউন্নয়ন অফিসের ক্রেডিট সুপার ভাইজার এসএম আকরাম, প্রগতি এনজিও’র সভানেত্রী শিরিন সুলতানা।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, এ দিবস উপলক্ষে মুজিবনগরে ৱ্যালি, আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ১১টায় মুজিবনগর উপজেলা উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীদের যৌথ উদ্যোগে উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামের নেতৃত্বে ৱ্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুজিবনগর উপজেলা হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মণ্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমবায় অফিসার ফসিয়ার রহমান। বক্তব্য রাখেন- শিক্ষা অফিসার আফিলউদ্দীন, গোলাম ফারুক প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কর্মকর্তা, কর্মচারী ও সমবায়ী বিভাগের কর্মকর্ত-কর্মচারীবৃন্দ।

Leave a comment