ঝিনাইদহের ট্রাক-ইজিবাইক সংঘর্ষে মহিলাসহ দুজন নিহত : দুজন আহত

 

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ নিমতলা নামক স্থানে সবজি বোঝাই ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইক সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। গতকাল শনিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইজিবাইকচালক কালীগঞ্জ উপজেলার ঘোষনগর গ্রামের অসিত দাসের ছেলে সাধন দাস (৪৫) ও অজ্ঞাত মহিলা (৫০)। আহত হয়েছেন মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যাপক আবুল কাশেম (৪৫) ও তার ছেলে আব্দুল ফাতহা (১০)।

কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, গতকাল শনিবার দুপুর ২টার দিকে নিমতলা ব্রিজের কাছে কালীগঞ্জ থেকে ঝিনাইদহগামী সবজিবোঝাই ট্রাক (ঝিনাইদহ-ট-১১-০৮৫৮) নিয়ন্ত্রণ হারিয়ে নিমতলা থেকে কালীগঞ্জ মেনস্ট্যান্ডগামী একটি ইজিবাইকে ধাক্কা দেয় এবং উল্টে ইজিবাইকের ওপর পড়ে। এ সময় ইজিবাইকচালক সাধন দাস ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও ৩ জন। হাসপাতালে নেয়ার পথে অজ্ঞাত (৫০) এক মহিলার মৃত্যু হয়। আহত হন মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যাপক আবুল কাশেম ও তার ছেলে আব্দুল ফাতাহ। আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ঝিনাইদহ-যশোর মহাসড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ঘটনাস্থলে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, উপজেলার নির্বাহী অফিসার মনোয়ার হোসেন মোল্লা পরিদর্শন করে যানচলা চল স্বাভাবিক হয়।

Leave a comment