মীর কাসেম আলীর মামলার রায় আজ

স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে করা একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আজ। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করবে। ট্রাইব্যুনালের অপর দু সদস্য বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি শাহীনুর ইসলাম। রায়কে কেন্দ্র করে শুক্রবার এ মামলার আসামি মীর কাসেমকে গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। আইনানুযায়ী রায় ঘোষণার সময় আজ তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। গত ৪ মে রাষ্ট্র ও আসামি উভয়পক্ষের যুক্তিতর্ক ও পাল্টা যুক্তি উপস্থাপন শেষে এ মামলার কার্যক্রম শেষ হয়। পরে ট্রাইব্যুনাল-২’র চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান ওই দিন মামলার রায় যেকোনো দিন ঘোষণা করা হবে মর্মে তা অপেক্ষমাণ (সিএভি) রাখেন। এটি হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একাদশতম রায়। এর আগে ট্রাইব্যুনাল-১ ও ২-এ ঘোষিত ১০টি রায়ে ১১ জন মানবাতাবিরোধী অপরাধীকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ও আজীবন কারাবাসসহ বিভিন্ন মেয়াদে দণ্ড দেয়া হয়েছে। মীর কাসেম আলীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের ১৪টি অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করেছিলো প্রসিকিউশন। আজ মীর কাসেম আলীর বিরুদ্ধে রায়ের প্রতিক্রিয়ায় তার সর্বোচ্চ সাজার আশা করছেন প্রসিকিউশনের আইনজীবীরা। আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেছেন মীর কাসেম আলী নির্দোষ। ঘটনার সময় তিনি ঘটনাস্থল হিসেবে উল্লিখিত চট্টগ্রামেই ছিলেন না। তাই তিনি খালাস পাবেন।