চুয়াডাঙ্গায় নবীন চার আইনজীবীকে ফুলেল শুভেচ্ছা জানালো আইনজীবী সমিতি

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নবীন চার আইনজীবীকে ফুলেল শুভেচ্ছা ও গাউন পরিয়ে বরণ করে নিয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার বেলা ১২টায় জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

নবীন চার আইনজীবী হলেন- চুয়াডাঙ্গা সিঅ্যান্ডবিপাড়ার সিনিয়র আইনজীবী এসএম ইমদাদ হোসেনের ছেলে জাভেদ ইকবাল, দামুড়হুদা দশমীপাড়ার আব্দুস সালামের ছেলে মেহেদী হাসান নয়ন, দামুড়হুদা কানাইডাঙ্গার কলিমউদ্দিনের ছেলে আতিয়ার রহমান ও ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার নারায়ণকান্দি গ্রামের দবিরুল আলমের ছেলে তুহিন আহমেদ।

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিমের সঞ্চালনায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এমএম শাহজাহান মুকুল। এ সময় জেলা আইনজীবী সমিতির সহসভাপতি মনসুর উদ্দীন মোল্লা, সাবেক সভাপতি এসএম ইমদাদ হোসেন, সেলিম উদ্দিন খান ও নুরুল ইসলাম এবং সাবেক সাধারণ সম্পাদক এসএম রফিউর রহমান ও সিনিয়র আইনজীবী মো. মনিরুজ্জামান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে জেলা আইনজীবী সভাপতি এমএম শাহজাহান মুকুল তার বক্তব্যে বলেন, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতিতে নতুন সদস্যরা কর্মজীবনে সততার সাথে কাজ করতে পারে সেই বিষয়টা বিবেচনায় রাখতে হবে। অতীতে সিনিয়র সদস্যদের মতামতকে গুরুত্বের সাথে নিয়ে বার সদস্যরা যেমন এগিয়ে চলেছেন, ভবিষ্যতেও সিনিয়রদের সহযোগিতায় বার এগিয়ে যাবে বলে আশা করি। সভায় জেলা আইনজীবী সমিতির যুগ্মসম্পাদক তালিম হোসেন ও আহসান আলীসহ সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন। এ সময় জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবীরা নবীন চারজন আইনজীবীকে ফুলেল শুভেচ্ছা জানান ও নবীন আইনজীবীদের গাউন পরিয়ে দেয়া হয়।