আফগানিস্তানে যুদ্ধাভিযান শেষ করলো যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র

 

মাথাভাঙ্গা মনিটর: আফগানিস্তানে জঙ্গিবিরোধী যুদ্ধ পরিচালনা করবেন না যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের সেনারা। যুক্তরাজ্য তাদের শেষ ঘাঁটি ক্যাম্প ব্যাসন ও যুক্তরাষ্ট্র ক্যাম্প লেথারনেক আফগান নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করেছে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফেলোনের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, ২০০১ সালে যুক্তরাজ্যের সেনারা আফগানিস্তানে প্রবেশ করেছিলেন। এ সময়ের মধ্যে ৪৫৩ ব্রিটিশ সেনা নিহত হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দু হাজার ৩৪৯ সেনা মারা যায়। ফেলোন বলেন, হেলমান্দে যুদ্ধাভিযান শেষের ঘোষণা দিতে পারাটা গৌরবের ব্যাপার। এর মধ্যদিয়ে আফগানিস্তান স্থিতিশীল ভবিষ্যত গড়ার ভালো সুযোগ পাবে। ফেলোন আরো বলেন, আমাদের সশস্ত্র বাহিনী চরম ত্যাগ-তিতীক্ষার মধ্যদিয়ে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করে তোলার ভিত গড়ে দিয়েছে। এ নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে দেশটিতে প্রথম গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছে এবং এখান থেকে যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার হুমকি বন্ধ করা গেছে। আফগানিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলের আঞ্চলিক কমান্ডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ড্যানিয়েল ইয়ো বলেন, আফগান নিরাপত্তা বাহিনীর সফলতা নির্ভর করছে নেতৃত্ব, আত্মবিশ্বাস ও সামরিক রসদ সরবরাহসহ আনুষাঙ্গিক সবকিছুর উন্নতির ওপর।