সম্মিলিত ইসলামী দলের ডাকে আজ সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল

 

স্টাফ রিপোর্টার: হজ এবং তাবলিগ জামাত নিয়ে কটূক্তি করায় পদচ্যুত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে আজ সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সম্মিলিত ইসলামী দলগুলো। গত বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্য সচিব মাওলানা জাফরুল্লাহ খান এ ঘোষণা দেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা সর্বাত্মকভাবে হরতাল পালনের সিদ্ধান্ত নিয়েছে। এদিকে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে হরতালে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে নেয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা। ঢাকা ও এর আশপাশের এলাকার কওমি ও সাধারণ মাদরাসা, হোস্টেল এবং মেসগুলোর ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। হরতালকে সামনে রেখে গতরাতেই রাজধানীতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রাত সাড়ে ৭টা থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা যায়। অন্যদিকে হরতালের বিরোধিতা করে বেশ কয়েকটি পরিবহন সংস্থা গাড়ি চালানোর ঘোষণা দিয়েছে। আওয়ামী-যুবলীগ পরিবহন মালিকদের গাড়ি চালানোর অনুরোধ জানিয়েছে।

ইসলামী দলগুলোর ডাকা হরতাল নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলে নানা আলোচনা-সমালোচনা। ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে হাজিরা থেকে বিরত থাকতেই এ হরতালে ইন্ধন দিচ্ছেন। জবাবে বিএনপি নেতারা বলেন, এ হরতালের সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।

ইসলামী দলগুলোর পক্ষ থেকে লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের জন্য সরকারকে দু দফায় আলটিমেটাম দেয়া হয়। শেষ দফায় ২২ অক্টোবরের মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেয়া হয়। এ সময়ের মধ্যে গ্রেফতার করা না হলে ২৬ অক্টোবর দেশব্যাপি হরতালের হুঁশিয়ারি দেয় তারা। দলগুলোর মতে, সরকার তাদের দেয়া আলটিমেটাম অনুযায়ী লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। সে কারণে হরতাল কর্মসূচি ঘোষণা করে তারা।

এদিকে সম্মিলিত ইসলামী দলগুলোর কো-চেয়ারম্যান বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান আমীরে শরীয়ত মাওলানা আহমদুল্লাহ আশরাফ সব আইন প্রয়োগকারী সংস্থা, আওয়ামী লীগ, জামায়াত, বিএনপিসহ সব দলের ঈমানের দাবিদারদের হরতালে ঐক্যবদ্ধভাবে শামিল হওয়ার আহ্বান জানান। কোনো মুসলমান দাবিদার এ ঈমানী হরতালের বিরোধিতা করলে মুনাফিকদের কাতারে শামিল হবেন বলে তিনি মন্তব্য করেন।

গাড়ি চালানোর ঘোষণা: হরতালে গভীর উদ্বেগ প্রকাশ করে ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বলেন, লতিফ সিদ্দিকী ইস্যুতে হরতাল ডাকার কোনো যৌক্তিকতা নেই। কারণ এ ব্যাপারে সরকার ও আওয়ামী লীগ যথাযথ ব্যবস্থা নিয়েছে। তাই হরতালে সড়ক পরিবহন সেক্টরের মালিক শ্রমিকরা সাড়া দেবে না। তারা হরতাল প্রত্যাখ্যান করে ঢাকা শহর ও আশপাশের জেলাগুলোতে বাস-মিনিবাস চলাচল অব্যাহত রাখবে। তবে যাত্রী পাওয়া সাপেক্ষে আন্তঃজেলা রুটের গাড়িগুলো চলাচল করবে।

বাংলাদেশ আওয়ামী ওলামালীগ হরতাল প্রত্যাখ্যান করে এর প্রতিবাদে আজ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে। সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদ এক বিবৃতিতে হরতাল প্রত্যাখ্যান করে কর্মসূচি আহ্বানকারী জাফরুল্লাহ খানকে গ্রেফতারের দাবি জানায়।