অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা : নিজ উদ্যোগে অনেকেই সরিয়ে নিচ্ছে সড়কের পাশে থাকা দোকান

 

স্টাফ রিপোর্টার: সড়ক ও জনপথসহ সরকারি জমির ওপর গড়ে তোলা অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার আজ শেষ দিন। অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে না নিলে উচ্ছেদ করা হবে। এ ঘোষণার পর দিন পাঁচেক অবৈধ স্থাপনার মালিকেরা নীরব থাকলেও গতরাত থেকে তাদের অনেকেই নিজ উদ্যোগে দোকান সরিয়ে নিয়েছেন। অপরদিকে দোকানমালিকেরা খুঁটি পুঁতে রেখে দখল করে রাখছেন পজিশন।

চুয়াডাঙ্গা জেলা শহরের প্রায় প্রতিটি সড়কের ধারেই গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। সম্প্রতি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী মাইকিং করা হয়। মাইক প্রচার অনুযায়ী আজ রোববার অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেয়ার শেষ দিন। এদিনের আগেই গতরাত থেকে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরসহ বিভিন্ন স্থান থেকে অবৈধ স্থাপনা হিসেবে দোকান সরিয়ে নিতে দেখা গেছে।