মাথাভাঙ্গা মনিটর: দারুণ প্রতিআক্রমণে করিম বেনজেমার গোলে ব্যবধান বাড়িয়েছে রিয়াল মাদ্রিদ। ৬১তম মিনিটের এ গোল চিরপ্রতিদ্বন্দী বার্সেলোনর বিপক্ষে ৩-১ গোলে এগিয়ে আছে স্বাগতিকরা। এর আগে পেপের দারুণ হেডে দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। আর পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের সমতায় ফিরিয়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। মরসুমের প্রথম ক্লাসিকোতে নেইমারের অসাধারণ গোলে শুরুতেই এগিয়ে গিয়েছিলো বার্সেলোনা। সান্তিয়াগো বার্নাবেউতে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচের তিন মিনিট মাত্র পেরিয়েছে; এমন সময়ই বল নিয়ন্ত্রণ আর নিখুঁত ফিনিশিংয়ের অপূর্ব নিদর্শন দেখিয়ে গোলটি করেন নেইমার। লুইস সুয়ারেসের পাস নিয়ন্ত্রণে নিয়ে ডি বক্সের ভেতরে ঢুকে ডান পায়ের নিচু শটে কাসিয়াসকে ফাঁকি দেন ব্রাজিল তারকা।