মাথাভাঙ্গা মনিটর: তিন ম্যাচ পর লিগে আবারো হোঁচট খেলো লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে হাল সিটির সঙ্গে গোলশূন্য ড্র করেছে গতবারের রানার্সআপরা। গত বুধবার ঘরের মাঠ অ্যানফিল্ডে রিয়াল মাদ্রিদের কাছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ৩-০ ব্যবধানে হারের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই এই হোঁচট লিগে আরো খারাপ অবস্থায় ফেলে দিল লিভারপুলকে। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আপাতত ষষ্ঠ স্থানে আছে ব্রেন্ডন রজার্সের দল গতকাল শনিবার ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করে স্টিভেন জেরার্ড ও রাহিম স্ট্রার্লিংরা। কিন্তু বিরতির আগ পর্যন্ত অতিথিদের দৃঢ় রক্ষণে একবারও ফাটলো ধরাতে পারেনি লিভারপুল। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও একই গতিতে চলতে থাকে ম্যাচটি। লিভারপুলের আক্রমণভাগ আক্রমণ চালালেও নিশ্চিত কোনো সুযোগই পাচ্ছিলো না তারা। ৬৫তম মিনিটে এগিয়ে যাওয়ার একটা সুযোগ পেয়েছিলো স্বাগতিকরা। কিন্তু সতীর্থের দেয়া একটি ক্রসে মাথা ছোঁয়াতেই ব্যর্থ হন মারিও বালোতেল্লি।