স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শহীদ রবিউল মিলনায়তন গতকাল শনিবার মুখোমুখি হয়। খেলায় নীলমণিগঞ্জ শহীদ রবিউল মিলনায়তনকে ০-২ গোলে হারিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব জয়লাভ করে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের পারভেজ ২ গোল করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম লাড্ডু, সহসভাপতি মতিয়ার রহমান, ওবাইদুল হক জোয়ার্দ্দার, সদস্য নুরুন্নাহার কাকলী ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মহাসিন রেজা ও হাফিজুর রহমান হাপু। খেলাটি পরিচালনা করেন হাফিজুর রহমান, সৈয়দ মাসুদুর রহমান, একরামুল হক ও ওবাইদুল হক জোয়ার্দ্দার। আজকের খেলা উদ্দীপন ক্লাব ও মর্নিং স্টার ক্লাব।