টিপ্পনী:

খবর : (দামুড়হুদায় গলায় দা ধরে গাছের সাথে বেঁধে মোটরসাইকেল ছিনতাই)

চলার জো নেই বলার জো নেই
পড়ছি গাছে বাঁধা,
বলতে গেলেই অস্ত্র নিয়ে
সামনে আসেন দাদা।

কেড়েকুড়ে নিচ্ছে ওরা
দিচ্ছে পিঠে মার,
থানা হাজত সবখানেতে
আছে ওদের ধার।

চোর-ডাকাতের বড় গলা
ওরাই পথের রাজা,
পয়সা কড়ি সব দিয়ে দাও
নইলে নগদ সাজা।

-আহাদ আলী মোল্লা

Leave a comment