ঝিনাইদহ অফিস: হবিগঞ্জ থেকে ছিনতাই হওয়া কোমলপানীয় টাইগারের ৮৫ কাটুন মালামাল চুয়াডাঙ্গার গড়াইটুপি বাজারের জাহাঙ্গীর মুদিদোকান থেকে উদ্ধার করেছে ঝিনাইদহ পুলিশ। পুলিশি উপস্থিতি টের পেয়ে গাঢাকা দিয়েছে দোকানদার জাহাঙ্গীর।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সম্প্রতি হবিগঞ্জ থেকে একটি আন্তঃদেশীয় সংঘবদ্ধ ছিনতাইকারীচক্র কোমলপানীয় ট্রাকসহ ছিনতাই করে। ঝিনাইদহ পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাধুহাটির বকুলকে আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে গত শনিবার রাত ৯টার দিকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বাজারের ব্যবসায়ী আসাদুলকে। পুলিশ আসাদুল স্টোর থেকে উদ্ধার করে ৫৭ কাটুন কোমলপানীয় টাইগারের বোতল। গতকাল রোববার দুপুর ২টার দিকে আবারও ঝিনাইদহ সদর থানার সেকেন্ড অফিসার আনিচুর রহমান আনিচ গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে আবারও অভিযান চালান চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গড়াটুপি বাজারের ইছাহকের ছেলে জাহাঙ্গীরের মুদি দোকানে। পুলিশ জাহাঙ্গীরের দোকান এবং বাড়ি থেকে উদ্ধার করেছে ৮৫ কাটুন টাইগারের কোমলপানীয় বোতল। এ সময় দোকানমালিক জাহাঙ্গীর পুলিশি উপস্থিতি টের পেয়ে গাঢাকা দেয়। জাহাঙ্গীরকে আটক করতে না পারলেও তার ভাই আলমকে পুলিশ আটক করলেও স্থানীয়দের সুপারিশে ছেড়ে দেয়। গড়াইটুপি বাজার থেকে ছিনতাই হওয়া কোমলপানীয় উদ্ধার হওয়ার পর থেকে এলাকার বাতাসে ভাসছে নানান কথা। অনেকের মুখে বলতে শোনা যাচ্ছে সরজগঞ্জ এবং তিতুদহ এলাকার একটি সংঘবদ্ধ ছিনতাইকারীচক্রের সাথে আন্তঃদেশীয় ছিনতাইকারীচক্রের যোগাযোগ রয়েছে। ফলে নদীর ওপারের ছিনতাই হওয়া মালামাল আসে এলাকায়। আর এলাকার ছিনতাই হওয়া মালামাল যায় ওই এলাকাতে। এমনও গুঞ্জন উঠেছে এ চক্র এর আগে ট্রাকভর্তি চাল, সার এবং গত শুক্রবার ভোররাতে গড়াইটুপি-গহেরপুর সড়কে লাশবাহী মাইক্রোবাস থেকে ১ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই একই সূত্রে গাঁথা। স্থানীয় ছিনতাইকারীর গডফাদারের নামের আদ্যক্ষর ‘ব’ বলেও অনেকেই কানাঘুষা করছেন। পুলিশ একটু তৎপর হলেই এ চক্রের মুখ উন্মোচন করতে পারবে। বিষয়টির প্রতি চুয়াডাঙ্গা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছে সচেতন এলাকাবাসী।