চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পৌর এলাকায় বিশেষ অভিযান শুরু : ১৪ জন আটক

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকায় চুরি-ছিনতাইসহ অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় গত শনিবার রাত থেকে পুলিশ বিশেষ অভিযান শুরু করে। এ অভিযানে পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে ১৪ জনকে আটক করেছে। আটককৃতদের গতকালই আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসানের নির্দেশে সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান মুন্সির নেতৃত্বে পুলিশের একটিদল শনিবার মধ্যরাতে পৌর এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে দামুড়হুদা চণ্ডিপুরের জহিরুল ইসলামের ছেলে সজল (১৮), একই গ্রামের হারুন অর-রশিদের ছেলে সাঈদ (১৮), চুয়াডাঙ্গা ফার্মপাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে বাদল (৩০), পোস্টঅফিসপাড়ার আতিয়ার রহমানের ছেলে মোহাম্মদ উল্লাহ (১৮), একইপাড়ার মনিরুল ইসলামের ছেলে সালমান (১৯), বাগানপাড়ার নিছার আলীর ছেলে আলাল (২৮), একই পাড়ার সুরত আলীর ছেলে লালচাঁদ (২১), বকুল হোসেনের ছেলে শাকিল হোসেন (২১), শেখড়াতলাপাড়ার আবুল কালামের ছেলে খালিদ হাসান (২১), সাদেক আলী মল্লিকপাড়ার বিশারত আলীর ছেলে মিলন (৩০), ঝিনাইদহ সদর উপজেলার কামারকুণ্ডু গ্রামের আজিম হোসেনের ছেলে আলামিন (২০), চুয়াডাঙ্গা কোটালী গ্রামের গাফফার আলীর ছেলে আবু সৈয়দ (১৮), দর্শনা ইসলাম বাজার এলাকার মৃত শেখ মোহাম্মদ আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৫) ও জীবননগর উথলী বড় মসজিদপাড়ার করিম মণ্ডলের ছেলে ইমরান মণ্ডলকে (২৫) আটক করা হয়। আটককৃতদের মামলাসহ গতকাল রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।