আলমডাঙ্গার শ্রীনগরে মণ্ডল ও লস্কর গ্রুপের তুমুল সংঘর্ষ

উভয়পক্ষের আহত ১৫ : আবারও সংঘর্ষের আশঙ্কা

 

জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার শ্রীনগরে লস্কর গ্রুপ ও মণ্ডলগ্রুপের লোকজনের মধ্যে তুমুল সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। গতকাল শুক্রবার ভোরে প্রভাবশালী দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। স্থানীয়রা বলেছে, দু পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ইট-পাটকেল নিক্ষেপের পাশাপাশি ধারালো অস্ত্র রামদা, ঢাল-ফলা, শড়কি নিয়ে সংঘর্ষ চলে বেশ কিছু সময় ধরে। খবর পেয়ে জামজামি ফাঁড়ি পুলিশসহ আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছুলে উভয়পক্ষের লোকজন গ্রেফতার এড়াতে আড়ালে লোকায়। আহতদের উদ্ধার করে তাদের লোকজন বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে নেয়।

জানা গেছে, আলমডাঙ্গা জামজামি ইউনিয়নের শ্রীনগর গ্রামের লস্কর গ্রুপের মৃত ইজাল লস্করের ছেলে আ.লীগ নেতা শরিফ উদ্দিন লস্করকে (৩৮) গত ১৩ অক্টোবর সকালে মারপিট করা হয়। বাগবিতণ্ডার এক পর্যায়ে তার প্রতিপক্ষের লোকজন মারধর করে। এ ঘটনায় প্রতিপক্ষ সোহরাব উদ্দিন মণ্ডলসহ (৫০) তার গ্রুপের ১০ জনকে অভিযুক্ত করে লস্কর গ্রুপ প্রধান শরিফ উদ্দিন লস্কর আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। গত পরশু বৃহস্পতিবার অভিযুক্তরা সংশ্লিষ্ট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। মণ্ডল গ্রুপের সদস্য ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডা. মিঠু বাদে সকলকেই জামিন দেন বিজ্ঞ আদালত। জামিন নিয়ে বাড়ি ফিরে তারা।

লস্কর গ্রুপের নেতা শরিফ জানান, মহবুব লস্কর মাঠে ধানক্ষেতে মাছ ধরতে বের হলে প্রতিপক্ষের মুরাদ আলির স্ত্রী চাঁনমনি তাকে উদ্দেশ্য করে গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করলে বাগবিতণ্ডা শুরু হয়। তার ওপর হামলা চালায়। এ খবর জানার পর অপরপক্ষও রুখে দাঁড়ায়। শুরু হয় তুমুল সংঘর্ষ। সোহরাব মণ্ডল গ্রুপের মৃত রমজান মণ্ডলের ছেলে প্রধান সোহরাব (৫০), স্ত্রী জানুরা (৪৫) ছেলে শাহাবুল (৩০), ছেলে ডলার (১৮), সহোদর ভাই মজ্জেম (৪৫), মনিপ আলী (৩৫), স্ত্রী মজিরন নেছা (৩০), সিরাজ উদ্দিনের ছেলে মিজানুর (১৬) ও আরজান আলীর মেয়ে মর্জিনা (৩৫) আহত হয়। অপরদিকে লস্কর পক্ষের প্রধান শরিফ লস্কর জানান, তারপক্ষের ৫ জনকে জখম করেছে প্রতিপক্ষ। আহতরা হলো- ওল্টু লস্করের ছেলে মহবুব লস্কর (৪০), সহোদর বাবুল লস্কর (৩৫), মকছেদ লস্করের ছেলে শাহীন (২৫), মান্নান লস্করের ছেলে পভেল (১৭) ও খবির লস্করের ছেলে শান্ত (১৪)। তাদেরকে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। দু পক্ষেরই একজন করে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে তারা।

Leave a comment