চুয়াডাঙ্গায় জেলা নির্বাচন অফিস এখন ভিমরুল্লার নতুন ভবনে

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিস ভিমরুল্লায় নবনির্মিত জেলা সার্ভার স্টেশনে কার্যক্রম শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার থেকে এ কার্যক্রম শুরু হয়। তবে আগামী এক সপ্তা পর সদর উপজেলা নির্বাচন অফিসও ওই ভবনে কার্যক্রম করবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা কোর্ট চত্বরে জেলা প্রশাসকের পুরাতন ভবনে অবস্থিত জেলা নির্বাচন অফিস দীর্ঘদিন ধরে কার্যক্রম চলে আসছিলো। গত ৯ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লাহ নামক স্থানে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে তিনতলা জেলা সার্ভার স্টেশন ভবন উদ্বোধন করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী।

চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার মো. আনিছুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার থেকে নতুন ভবনে জেলার কার্যক্রম শুরু করা হয়েছে। তবে আগামী ১ সপ্তার মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলা অফিসও চালু হবে। এখন থেকে সকলকে প্রয়োজনে নতুন এ ভবনে যোগাযোগের অনুরোধ করেছেন নির্বাচন কর্মকর্তা।

Leave a comment