সৌদিতে শিয়া ধর্মগুরুর মৃত্যুদণ্ড

 

মাথাভাঙ্গা মনিটর: সৌদি আরবে এক শিয়া ধর্মবিদকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। শিয়া জনগণের অধিকারের পক্ষে সরব হওয়া ও রাজতন্ত্রের সমালোচনার অপরাধে তাকে এ দণ্ড দেয়া হয়। গত বুধবার কারাগারে আটক শেখ নিমর আল-নিমর বিরুদ্ধে রায় দেয়া হয়েছে বলে জানিয়েছেন তার ভাই মুহাম্মদ আল নিমর। ২০১১ সালের ফেব্রুয়ারিতে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় সুন্নী অধ্যুষিত কাতিফ প্রদেশে বিক্ষোভ শুরু করে শিয়া ধর্মাবলম্বীরা। তাদের প্রতি বৈষম্যের বিরোধিতা করে এ বিক্ষোভ শুরু হয়। এর জের ধরে ২০১২ সালে নিমর আল-নিমরকে আটক করা হয়। গত বছর একজন প্রসিকিউটর জানিয়েছে, তাকে সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতার অভিযোগে অভিযুক্ত করা হতে পারে। নিমরের মৃত্যুদণ্ডের  খবর কাতিফে উত্তেজনা ছড়িয়ে দিতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এমনিতেই বিক্ষোভের জের ধরে সংঘর্ষে বেশ কয়েকজন শিয়া নিহত হয়েছে। কাতেফে সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের অধিকারে কথা বলার মাধ্যমে প্রথমে তিনি আলোচনায় আসেন। এরপর ২০১১ সালে আরব বসন্তের সময় সৌদি আরবে শুরু হওয়া বিক্ষোভে উসকানিদাতা দিয়েছেন ও তাদের সহযোগিতা করেছেন এমন অভিযোগে নিমরকে অভিযুক্ত করা হয়।