আটক ৩ ছাত্রের ভ্রাম্যমাণ আদালতে সাজা

জীবননগর গয়েশপুর সীমান্তে মোটরসাইকেল নিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা

 

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে বিজিবির হাতে ফেনসিডিলসহ বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী আটক হয়েছে। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তাদেরকে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে দু মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার রাত ১১টার দিকে উপজেলা চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জীবননগর ইউএনও নুরুল হাফিজ এ আদেশ প্রদান করেন। এছাড়াও উথলী, রাজাপুর ও গয়েশপুর বিজিবি পৃথক অভিযান চালিয়ে ১৩৬ বোতল ভারতীয় মদ ও ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল এসএম মনিরুজ্জামান এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গয়েশপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার আসাদুজ্জামান সীমান্তের হেলেঞ্চা পুকুরের নিকট থেকে একটি বাজাজ পালসার মোটরসাইকেল ও দু বোতল ফেনসিডিলসহ ঝিনাইদহ শহরের মোতালেব হোসেনের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয়বর্ষের ছাত্র রেজওয়ানুল হাসান (২২), আব্দুল মালেকের ছেলে এশিয়া বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয়বর্ষের ছাত্র গোলাম মোরশেদ (২৩) ও মতিয়ার রহমানের ছেলে একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র তানজিম আহম্মদকে (২৩) আটক করে। রাতেই তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে বিজিবি। এদিকে গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, আটককৃতরা মোটরসাইকেলসহ ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করছিলো।

এছাড়াও উথলী বিশেষ ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার মিন্টু সরকার উথলী রেলস্টেশন এলাকা থেকে ১২ বোতল ফেনসিডিল, রাজাপুর বিওপির নায়েক সামছুল আলম ও গয়েশপুর বিওপি হাবিলদার বাবুল পাটোয়ারী সীমান্তে অভিযান চালিয়ে ১৩৬ বোতল ভারতীয় মদ ও ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেণ।

Leave a comment