রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১৬ অক্টোবর

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা যথাসময়ই অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ অক্টোবর ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ছাত্রশিবির-পুলিশ সংঘর্ষের জের ধরে গত ১৮ সেপ্টেম্বর থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শারদীয় দুর্গাপূজা ও ঈদুল আজহার ছুটি শেষে আজ মঙ্গলবার থেকে প্রশাসনিক কর্মকাণ্ড শুরু হবে। তবে ১৬ অক্টোবর অনুষ্ঠেয় প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষে আবাসিক হল খুলে দেয়াসহ একাডেমিক কর্মকাণ্ড ও ক্লাস শুরুর তারিখ জানিয়ে দেয়া হবে। গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদকসহ আট নেতাকর্মীকে আটকের জের ধরে শিবির-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে দুর্গাপূজা ও ঈদুল আজহার ছুটি এগিয়ে এনে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পর থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ আছে। দুর্গাপূজা ও ঈদুল আজহার ছুটি ১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত চলার কথা ছিলো।