ব্র্যাক এনজিও’র ঋণের জালে জড়িয়ে দিনমজুর ফরিদ আলীর আত্মহত্যা

 

আলমডাঙ্গা ব্যুরো: এনজিও’র ঋণের জালে জড়িয়ে আত্মহত্যা করলেন আলমডাঙ্গার এলাহীনগরের দিনমজুর ফরিদ আলী। ব্র্যাকের কিস্তির ৮ হাজার টাকা জোগাড় করতে না পেরে গতকাল দুপুরে বাড়ির নিকটবর্তী বাগানে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার এলাহীনগর গ্রামের মৃত ইয়াজ উদ্দীনের ছেলে ফরিদ উদ্দীন (৪০) দরিদ্র দিনমজুর। দু সন্তানের জনক। তিনি ব্র্যাক, আশা, ওয়েভ ফাউন্ডেশন, জাগরণীচক্রসহ বিভিন্ন এনজিও’র ঋণের জালে জড়িয়ে পড়েন। এক এনজিও’র ঋণ পরিশোধ করতে গিয়ে অন্য এনজিও’র ঋণে নিজেকে জড়িয়েছেন। ব্র্যাক এনজিও থেকে সম্প্রতি তিনি ৮০ হাজার টাকা ঋণ নেন। গতকাল সোমবার ছিলো ব্র্যাক ঋণের কিস্তির ৮ হাজার টাকা পরিশোধের দিন। গত রোববার ফরিদ আলী দিনব্যাপি লোকের নিকট টাকা ধার করতে ছুটে বেড়ান। কোথাও না পেয়ে গতকাল ভোরে আত্মীয় বাড়ি যান টাকা ধার করতে। না পেয়ে নিরুপায় হয়ে তিনি গতকাল বাড়ির নিকটবর্তী কাঁঠালবাগানে গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। গতকাল বাদ আছর তার লাশ গ্রামের গোরস্তানে দাফন করা হয়।