আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের হিজুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে গতকাল শনিবার বিকেল ৪টায় গ্রামের ছাত্র কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত চাকরিজীবী ও ওই গ্রামের ব্যবসায়ীদের সাথে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথম পর্বে চাকরিজীবীদের পক্ষে ১টি গোল করে এগিয়ে থাকে। খেলার শেষার্ধে ব্যাবসায়ীদের পক্ষে ডা. সাখাওয়াত হোসেন ১টি গোল করে ব্যবসায়ী একাদশকে পরাজিত হওয়ার হাত থেকে রক্ষা করে ১-১ গোলে ড্র হয়। পরে সকল খেলোয়াড়কে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। খেলা পরিচালনা করে রহিদুল ইসলাম।