ফ্রেন্ডলি ফায়ারে ৪ ইরাকি সেনা নিহত

 

মাথাভাঙ্গা মনিটর: শত্রু ভেবে হামলায় সহযোদ্ধাদের হাতে নিহত হয়েছেন চার ইরাকি সেনা সদস্য। গতকাল শনিবার বাগদাদ থেকে ৯০ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলীয় উদাইম এলাকায় এ ঘটনা ঘটে। হাসপাতালকর্মীরা জানান, আইএস বিরোধী লড়াইয়ে আহত কয়েকজন ইরাকি সেনাকে হাসপাতালে নেয়া হচ্ছিল। এ সময় শিয়া সেচ্ছাসেবক যোদ্ধারা জঙ্গি ভেবে তাদের ওপর আরপিজি রাইফেলের গোলাবর্ষণ করে। আইএস বিরোধী লড়াইয়ে শিয়া অস্ত্রধারীরাও ইরাক সরকারের হয়ে লড়ছে। এদিকে বাগদাদ থেকে মাত্র ২৮ কিলোমিটার উত্তরে একটি ব্যস্ত বাজারে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত ও ২১ জন আহত হয়েছে। হাসপাতাল ও নিরাপত্তা কর্মীরা জানান, একজন আত্মঘাতী হামলাকারী নিজের শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটালে হতাহতের ঘটনা ঘটে। ওই এলাকায় সরকারি বাহিনী ও আইএস জঙ্গিদের মধ্যে তীব্র লড়াই চলছে।

Leave a comment