গিনিতে নৌ দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু : নিখোঁজ ৩০

মাথাভাঙ্গা মনিটর: পশ্চিম আফ্রিকার ইবোলা আক্রান্ত দেশ গিনিতে যাত্রিবাহী একটি নৌকার সাথে একটি জাহাজের সংঘর্ষের ঘটনায় অন্ততপক্ষে ৯ জন মারা গেছেন। এতে নিখোঁজ রয়েছেন আরো ৩০ জন। গতকাল শনিবার দেশটির কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা। দেশটির দক্ষিণের ফোরিকারিয়াহ্ জেলার কাছে সমুদ্রে দুর্ঘটনা কবলিত নৌকাটি ডুবে যায়। নৌকাটির ১৮ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। থানীয় এক নিরাপত্তা সূত্র জানিয়েছেন, নৌকাটির সাথে একটি খনিজ অনুসন্ধানী জাহাজের ধাক্কা লেগেছিলো। গিনির উপকূলে প্রায়ই নৌ দুর্ঘটনা ঘটে। দেশটির উপকূলীয় এলাকার যোগাযোগে নৌকা একটি প্রধান বাহন। অতিরিক্ত যাত্রী ও দুর্বল নিরাপত্তা ব্যবস্থা দুর্ঘটনার প্রধান কারণ। ২০১২’র জুলাইয়ের এক ঘটনায় ২০ জন মারা গিয়েছিলেন। পরে আগস্ট মাসের আরেক ঘটনায় মারা যান ৩০ জন। ইবোলা প্রাদুর্ভাবের সাথে লড়াইরত পশ্চিম আফ্রিকার তিনটি দেশের মধ্যে গিনি অন্যতম। এসব দেশে ইবোলার ছোবলে ৪ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন।