গাঁজা ও ফেনসিডিল উদ্ধার : মাদককারবারী পাকড়াও

চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়ায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযান

 

স্টাফ রিপোর্টার: দর্শনা আকন্দবাড়িয়া তমালতলার আব্দুলকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ পুরিয়া গাঁজা ও তিন বোতল ফেনসিডিল উদ্ধার করার পাশাপাশি তাকে আটক করা হয় বলে জানিয়েছে ডিবি।

ডিবি পুলিশ বলেছেন, চুয়াডাঙ্গা জেলা সদরের বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া তমালতলাপাড়ার ভিকু মণ্ডলের ছেলে আব্দুল দীর্ঘদিন ধরে মাদকপাচার করে আসছে বলে অভিযোগ রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার তার বাড়িতে অভিযান চালানো হয়। ৩০ পুরিয়া গাঁজা ও তিন বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা পুলিশের এসআই ইব্রাহিম।

Leave a comment