জীবননগরে বিভিন্ন সংগঠনের ঈদ পুনর্মিলনী ও শিক্ষা বৃত্তি প্রদান

 

জীবননগর ব্যুরো: ঢাকাস্থ জীবননগর থানা কল্যাণ সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ও প্রাক্তন শিক্ষার্থী এবং তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৯৯৬ শিক্ষা সমাপনী ব্যাচের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনাসভা, শিক্ষা বৃত্তি প্রদান ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

গতকাল বুধবার উপজেলা ক্যাম্পাসে ঢাকাস্থ জীবননগর থানা কল্যাণ সমিতির সভাপতি ব্রি. জে. (অব.) গোলাম হোসেন পিএসসির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘের সাবেক কর্মকর্তা আহমেদ হোসেন, উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ, প্রবীণ শিক্ষক মুন্সী আব্দুস ছাত্তার ও মীর মাহতাব আলী। সমিতির সাধারণ সম্পাদক মীর ইছাহাক আলী অনুষ্ঠানে সমিতির প্রতিবেদন উপস্থাপন করেন। এছাড়াও সমিতি ও অতিথিদের পরিচিতি তুলে ধরেন কাজী মনিরুজ্জামান লাভলু, স্বাস্থ্যসেবামলূক প্রতিবেদন উপস্থাপনা করেন ডা. সামিনা সুলতানা, শিক্ষা সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন ঢাবি শিক্ষক ও সিন্ডিকেট সদস্য মাযহারুল আনোয়ার এবং গ্রুপ ফোরের ডেপুটি ম্যানেজার নাজমুল হক আন্টু। কুতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন সমিতির যুগ্মসাধারণ সম্পাদক হাসানুজ্জামান টিটো। অনুষ্ঠানে ৬৭ জন মেধাবী শিক্ষার্থীকে এক হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। মরহুম হাজি আনসার আলীর পক্ষে শিক্ষা বৃত্তিপ্রদান করেন তার ছেলে বিমানের স্টুয়ার্ট রেফাজ উদ্দিন রিপন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন রুহুল আমিন মল্লিক ও সাজ্জাদ হোসেন তিতাস। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন রুহুল আমিন মল্লিক ও সাজ্জাদ হোসেন তিতাস।

ঢাবিতে অধ্যায়নরত ও প্রাক্তন শিক্ষার্থী সংগঠনের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মঙ্গলবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, উপজেলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, ঢাবি শিক্ষক ও সিন্ডিকেট সদস্য মাযহারুল আনোয়ার, প্যাসিফিক গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর হাসানুজ্জামান টিটো ও ঢকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির ছাত্র বিষয়ক সম্পাদক রিপনুল হাসান। বক্তব্য রাখেন ওবাইদুর রহমান, প্রভাষক জসিম উদ্দিন জালাল, আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাও. আব্দুল খালেক, রায়পুর হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল হান্নান শাহ, যুবলীগ নেতা আ. সালাম ইশা ও ঢাবি ছাত্র মিজানুর রহমান। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন কাজী সদরুল উলা বাবু ও জাহিমা আক্তার।

তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মঙ্গলবার ১৯৯৬ শিক্ষা সমাপনী ব্যাচের উদ্যোগে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আলোচনাসভায় সভাপতিত্বে করেন তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন। তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকার আকবর আলী, কলেজশিক্ষক আশাদুল ইসলাম, প্রধান শিক্ষক আশরাফুল হক, প্রধান শিক্ষক মহিউদ্দিন, প্রধান শিক্ষক কাওছার আলী, মোহাম্মদ আলী, প্রভাষক শওকত আলী, ভূমি কর্মকর্তা সাদ আহমেদ, পৌর কাউন্সিলর আফতাব উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর আলী আহাম্মদ ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুল হক। বক্তব্য রাখেন ৯৬ ব্যাচের ছাত্র মাও. আব্দুল কাদের, রিপন, হাসিবুল, সুমন প্রমুখ।

Leave a comment